Last Updated: October 10, 2013 11:48

মাঝরাতে `মিশন ক্র্যাকডাউন`। ৫ তারিখ থেকে অনশনে থাকা ওইয়াইএসআর কংগ্রেস প্রধান জগন মোহন রেড্ডিকে হেফাজতে নিল পুলিস। ক্রমাগত শরীর ভেঙে পড়ায় তাঁকে জোর করে হাসপাতেলে পাঠানো হয়েছে।
রাত তখন ১১টা। জগনের বাড়িতে পৌঁছয় অন্ধ্র পুলিসের বিশষ দল। গতকাল রাতে নিজের বাড়ি লোটাস পন্ড থেকেই অনশনরত জগনকে নিজাম হাসপাতালে ভর্তি করায় পুলিস। সমর্থকেদের তৈরি বেরিক্যাড ভেঙেই ওয়াইএসআর প্রধানকে গ্রেফতার করে পুলিস। কার্যত পাঁজাকোলা করে তাঁকে তোলা অ্যাম্বুলেন্সে। সমর্থকদের তরফে কোনও বাধাই এদিন ছিল না।
দলের শীর্ষ নেতা কোনাতলা রামকৃষ্ণ বলেন, "আমরা চেয়েছিলাম জগন অনশনে প্রতাহার করুন এবং দলের নেতৃত্বে ফিরে আসুন।" চিকিৎসকরা গতকাল দুপুরে তাঁর শারীরিক পরীক্ষা করেও তেমনটাই পরামর্শ দেন। ফলে আগে থেকেই খানিকটা নিশ্চিত হওয়াই গিয়েছিল নাটকীয় ভাবেই অনশন ভাঙা হব। হোলও তাই।
একই পরিণতি হতে চলেছে টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুরও। দিল্লির অন্ধ্র ভবনে চারদিন ধরে অনশন চালিয়ে যাওয়া নাইডুর কর্মসূচিতেও বাধ সাধা হতে পারে বলে আশঙ্কা। জগনের অনশন ভঙ্গের পর প্রতিবাদও যেন থিতিয়ে এসেছে। আজ সকালে দু`ঘণ্টার জন্য বিজয় নগরে কারফিউ শিথিল করা হয়। সাধারণ মানুষও এদিন রাস্তায় নামে। কিছুক্ষণের জন্য হলেও নাগরিক ব্যস্ততায় ফেরে নিজামের শহর।
First Published: Thursday, October 10, 2013, 11:48