Last Updated: July 15, 2014 15:32

এবার থেকে রোজ রাত সাড়ে ১০টায় অমিতাভ বচ্চন আপনার ড্রইংরুমে। সোমবার থেকে শুরু হয়ে গেল সোনি টিভির নতুন সিরিজ যুধ। প্রথম পর্বেই দর্শকদের মন জিতলেন অমিতাভ। কেন দেখবেন যুধ? দেওয়া হল ৫টি কারণ,
১. অ্যাংরি ইয়াং ম্যান ইজ ব্যাক-সত্তরের দশকে অ্যাংরি ইয়াং ম্যানের মেজাজে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অমিতাভ। সেই মেজাজেই ফিরে এসেছেন তিনি। তবে অ্যাংরি হলেও ইয়াং আর নন। একজন বয়স্ক বিল্ডার যুধিষ্ঠির সিকরওয়ার বা যুধের চরিত্রে অভিনয় করছেন তিনি। নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগা যুধ নিজের আদর্শের সঙ্গে আপোস না করে লড়াই করেন দুর্নীতির বিরুদ্ধে। প্রথম পর্বেই তাঁর আবির্ভাব ঘটেছে অমিতাভচিত মহিমায়।
২. ধীর কিন্তু গভীর-প্রথম পর্বেই দর্শকদের মনে হয়েছে কিছুটা ধীর গতিতে এগোচ্ছে গল্পো। তবে দৃঢ় চিত্রনাট্য ধরে রাখবে দর্শকদের।
৩. প্রাইম টাইম স্লট-জনপ্রিয়তার শিখরে থাকা বড়ে আচ্ছে লাগতে হ্যায়-এর জায়গায় শুরু হয়েছে যুধ। জনপ্রিয় টাইম স্লটে সাস-বহু সিরিজ থেকে যুধ, অনেকটা নতুন স্বাদ দেবে দর্শকদের।
৪. ছোট ও জমাটি-অনিল কপূরের ২৪ সিরিজের মতোই যুধের চিত্রনাট্যও খুব ছোট। মাত্র ৫ সপ্তাহ চলবে যুধ।
৫. সৃজনশীল ভাবনা-অনুরাগ কাশ্যপ, সুজিত সরকার, অমিতাভ বচ্চন ও কে কে মেননের একসঙ্গে কাজ মুগ্ধ করবে দর্শকদের। আগামী পর্বগুলোতে দেখা যাবে সারিকা ও নওয়াজউদ্দিন সিদ্দিকিকেও। রয়েছেন তিঘমাংশু ধুলিয়া, জাকির হুসেনও।
First Published: Tuesday, July 15, 2014, 15:32