Last Updated: September 2, 2012 13:50

ফের সন্ত্রাসবাদী নাশকতার শিকার হল আফগানিস্তান। শনিবার কাবুলের ন্যাটো দফতরের কাছে দুই আত্মঘাতী জঙ্গির হামলায় ৪ পুলিস কর্মী সহ মৃত্যু হয়েছে ৯ জন সাধারণ মানুষের। গুরুতর আহত কমপক্ষে ৬৮ জন।
শনিবার বিকেলে কাবুলের ওয়ার্দক প্রদেশের সায়েদ আবেদ জেলায় হামলা চালায় দুই জঙ্গি। ওয়ার্দক প্রদেশ সরকারের মুখপাত্র সাহিদুল্লাহ সাহিদ জানিয়েছেন দুই জঙ্গির একজন কোমরে বিস্ফোরক বাঁধা অবাস্থায় প্রাদেশিক আধিকারিকের অফিসের খুব কাছেই নিজেকে উড়িয়ে দেয়। অপর জন ন্যাটো দফতরের কাছে দাঁড়িয়ে থাকা একটা তেলের ট্যাঙ্কারে বোম ছোঁড়ে। সাহিদুল্লাহ আরও জানিয়েছেন এই হামলায় কোন ন্যাটো কর্মী হত না হলেও সামান্য আহত হয়েছেন ২জন।
তালিবানদের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে নেওয়া হয়েছে। তবে পুরো ঘটনায় এখন পর্যন্ত ন্যাটোর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়েনি।
First Published: Sunday, September 2, 2012, 13:50