Last Updated: April 26, 2013 20:11

রাখি সওয়ান্ত ও টেলিভিশন তারকা রতন রাজপুতের পর এবার স্বয়ম্বর সভা ডাকতে চলেছেন মল্লিকা শেরাওয়াত। লাইফ ওকে চ্যানেলে দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-মেরে খয়ালোঁ কি মল্লিকাতে নিজের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে চলেছেন মল্লিকা।
মল্লিকা জানালেন উনি একজন দৃঢ়, শিক্ষিত, ডাউন টু আর্থ ও ভাল বন্ধু খুঁজছেন। আমি এই রকম মানুষ পছন্দ করি যে নিজের জীবনে ঝুঁকি নিতে পারে। নিজের মনের কথা বলতে ভয় পায় না। ব্যাচেলরেট ইন্ডিয়ার মাধ্যমে আমি এরকম কাউকেই খুঁজে পাওয়ার আশা করছি-একজন বন্ধু ও মনের কাছাকাছি একজন মানুষ।
আগামী অগাস্ট মাসেই শুরু হচ্ছে দ্য ব্যচেলরেট ইন্ডিয়া।
First Published: Saturday, April 27, 2013, 17:14