বাগান ছেড়ে পুণে এফসিতে টোলগে!

বাগান ছেড়ে পুণে এফসি-র পথে টোলগে

Tag:  pune fc tolgay
বাগান ছেড়ে পুণে এফসি-র পথে টোলগেমোহনবাগান ছেড়ে সম্ভবত পুণে এফ সি-তে যোগ দিচ্ছেন অসি গোলমেশিন টোলগে ওজবে। আগামী মরসুমে সম্ভবত ডেম্পোর কোচ হচ্ছেন আর্থার পাপাস। তাই ডেম্পোতেও যেতে পারেন টোলগেকে পেতে আগ্রহী। অসি স্ট্রাইকারের সঙ্গে আরও একবছর চুক্তি ছিল মোহনবাগানের। কিন্তু বাজেট সমস্যায় তাঁকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন সবুজ-মেরুন কর্তারা।

টোলগেকে নিয়ে কথাবার্তা চলছে মোহনবাগান আর পুণে এফ সি কর্তাদের। চলতি মরসুমে অনেক কাঠখড় পুড়িয়ে ইস্টবেঙ্গল থেকে টোলগেকে মোহনবাগানে নিয়ে এসেছিলেন সবুজ-মেরুন কর্তারা।

ব্যারেটোর দশ নম্বর জার্সিও পেয়েছিলেন টোলগে। মরসুমের শুরুতে ওডাফার সঙ্গে ইগো সমস্যা, তারপর হাঁটুর চোচের জন্য সেভাবে সার্ভিসই দিতে পারেননি অসি গোলমেশিন। যদিও পরের দিকে আই লিগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোলও করেন তিনি। মোহনবাগান কর্তারা প্রাথমিকভাবে চেয়েছিলেন টোলগেকে রেখে দিতে। কিন্তু বাজেট সমস্যার কারণে তাঁকে ছাড়তে বাধ্য হচ্ছে তাদের।





First Published: Saturday, May 11, 2013, 17:24


comments powered by Disqus