Last Updated: Sunday, October 28, 2012, 19:39
এবারের আই লিগে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। লক্ষ্মীপূজোর বিকেলে যুবভারতীতে মরগ্যানের দলের প্রতিপক্ষ পুণে এফ সি। ফেডারেশন কাপ জয়ের পর আই লিগের শুরুটাও বেশ ভাল করেছে লাল-হলুদ শিবির। দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়েছেন চিড্ডিরা। আগামী সপ্তাহে পুণে এফ সি-র পাশাপাশি ডেম্পোর সঙ্গেও খেলতে হবে ইস্টবেঙ্গলকে। মরগ্যান বলছেন, এই দুটো ম্যাচ থেকে ছয় পয়েন্টই তাঁর লক্ষ্য। তবে কিছুতেই হারা চলবে না।