এখনও ঝুলে টোলগের ভাগ্য

এখনও ঝুলে টোলগের ভাগ্য

এখনও ঝুলে টোলগের ভাগ্যটোলগে বিতর্কে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএফএ। মঙ্গলবার মধ্য কলকাতার একটি অভিজাত ক্লাবে বৈঠকে বসেছিল কোর কমিটির সদস্যরা। সেখানে বিতর্কের সমাধানসূত্র বের করার জন্য দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৃহস্পতিবার ফের বৈঠকে বসবেন কোর কমিটি। টোলগে বিতর্কের পরিপ্রেক্ষিতে আইএফএ-র বর্তমান রেজিস্ট্রেশন নিয়ম নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। আইএফএ সচিব নিয়ম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। শোনা যাচ্ছে টোলগে বিতর্ক সমাধানে অসি স্ট্রাইকারকে ফ্রি ফুটবলার ঘোষণা করে দিতে পারেআইএফএ। যদিও ইস্টবেঙ্গল সূত্রের খবর,আইএফএ-র নিয়মানুযায়ী তা করা যায় না। বর্তমানে অসি ষ্ট্রাইকার মোহনবাগান দলের সঙ্গে দুর্গাপুরের আবাসিক শিবিরে। টোলগে কার এই প্রশ্নের উত্তর এই সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

First Published: Tuesday, July 17, 2012, 22:01


comments powered by Disqus