Last Updated: November 6, 2013 22:46

সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে সাধারণ বদলি নীতি চালু হয়ে গেল। প্রয়োজনীয় বিজ্ঞপ্তিও প্রকাশিত হল। সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী ও লাইব্রেরিয়ানরা এর আওতায় আসবেন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই বদলি নীতি কার্যকর হবে।
সাধারণ বদলি নীতি নিয়ে তেসরা অক্টোবর গেজেট নোটিফিকেশন জারি করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়ম দু-হাজার তেরো নামের এই আইনে বলা হয়েছে ইচ্ছুক প্রার্থী বর্তমানে যে ক্যাটাগরিতে শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে কাজ করছেন সেই পদের জন্যই তিনি একমাত্র বদলির আবেদন করতে পারবেন।
কোনও স্কুলে পাঁচ বছর সন্তোষজনকভাবে কাজ করলে তবেই বদলির আবেদন করা যাবে।
চাকরির মেয়াদ দুবছরের থেকে কম হলে তিনি কোনওভাবেই বদলির আবেদন করতে পারবেন না।
কীভাবে আবেদন করতে হবে--
স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেকটি রিজিয়ন প্রতিবছর ফাঁকা আসনের একটি তালিকা প্রকাশ করবে।
সেই তালিকা প্রকাশের পনের দিনের মধ্যে ইচ্ছুক ব্যক্তিকে আবেদন করতে হবে।
আবেদন করার সময় দু-হাজার টাকা স্কুল সার্ভিস কমিশনের নামে ব্যাঙ্কে জমা দিতে হবে।
First Published: Wednesday, November 6, 2013, 22:46