Last Updated: Thursday, December 20, 2012, 21:53
সন্তোষপুরে স্কুল ঘেরাও কাণ্ডে সংসদকে ক্লিনচিট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন সংসদ যে পদ্ধতিতে ঘেরাও তুলেছে তা প্রশংসাযোগ্য।
শিক্ষামন্ত্রীর এই মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘেরাও তুলতে সংসদ যে পদ্ধতি অবলম্বন করেছিল ইতিমধ্যেই তা বহুল ভাবে সমালোচিত। সংসদের সেই পদক্ষেপের
পর থেকেই গোটা রাজ্য জুড়েই বিভিন্ন স্কুল গুলিতে ফেল করা ছাত্র-ছাত্রীরা পাসের দাবিতে বিক্ষোভ করা শুরু করেছে। ছোঁয়াচে রোগের মতই এই অন্যায় প্রবণতা ছড়িয়ে
পড়ছে অকৃতকার্য পরীক্ষার্থিদের মধ্যে। এমনকি তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিভাবকরাও। বিশেষজ্ঞদের মতে সাংসদের এই পদক্ষেপকে ভিত্তি করেই কার্যত রাজ্যের
শিক্ষাক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হয়েছে। এই রকম অবস্থায় সংসদের প্রশংসা করে, শিক্ষামন্ত্রী কি পক্ষান্তরে সংসদের সেই বিতর্কিত পদ্ধতির সমর্থন করলেন না? বিভিন্ন মহল
থেকে এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে।