জঙ্গলে অভিযান চালিয়ে দুই কেএলও জঙ্গিকে গ্রেফতার

জঙ্গলে অভিযান চালিয়ে দুই কেএলও জঙ্গিকে গ্রেফতার

জঙ্গলে অভিযান চালিয়ে দুই কেএলও জঙ্গিকে গ্রেফতারমালদহের হবিবপুরের চুয়াকান্দরে জঙ্গলে অভিযান চালিয়ে দুই কেএলও জঙ্গিকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের মধ্যে রয়েছেন কেএলও নেতা মালখান সিংয়ের ঘনিষ্ঠতম সহযোগী কুমুদ মণ্ডল। বারো মাইলে বাসে গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত সে।

গ্রেফতার করা হয়েছে আইতু রায় নামে আরও এক কেএলও জঙ্গিকে। ধৃতদের থেকে সাড়ে চৌষট্টি হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিস। এই জাল নোট মালখান সিংকে পাঠানো হচ্ছিল বলে জেরায় স্বীকার করছেন ধৃতরা।

ক দিন আগেই জানা যায় রাজ্যের দুই মন্ত্রী ও মালদহের পুলিস সুপারকে হত্যার ছক কষেছে কেএলও জঙ্গিরা। ধৃত দুই জঙ্গিকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিস। মলদহের বারো মাইলে চলন্ত বাসে গুলি চালানোর র ঘটনায় উত্তম মন্ডল ও সঞ্জয় বর্মন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

একই সঙ্গে পুলিস জানতে পেরেছে সতেরই জানুয়ারি কেএলও উত্তরবঙ্গে যে বনধ ডেকেছে তাতেও বড়সড় নাশকতার ষড়যন্ত্র করেছে জঙ্গিরা। খুনের ছক করা হয়েছিল পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রকে।

হবিবপুর এলাকার বিভিন্ন দলের নেতাদেরও প্রাণনাশের জঙ্গি সংগঠন কেএলও। এই সব বিষয় মাথায় রেখে এলাকার নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন।

First Published: Thursday, January 23, 2014, 15:56


comments powered by Disqus