Last Updated: February 4, 2014 23:58

এবার কি তবে মা হতে চলেছেন বিদ্যা বালন? গোপন সূত্রে খবর, মুম্বইয়ের শহরতলির এক মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে নাকি প্রায়ই দেখা যাচ্ছে বিদ্যকে। কখনও কখনও নাকি পুরো পরিবারে সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে। কেন? শোনা যাচ্ছে এর পিছনে নাকি থাকতে পারে সুখবরের আভাস।
বিদ্যা প্রায়ই হাসপাতালে গেলেও তার কারণ যাতে সংবাদ মাধ্যাম জানতে না পারে তার জন্য নাকি হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করেছেন তিনি। তবে কি এবার মা হতে চলেছেন ডার্টি বিদ্যা? যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাননি ববি জাসুস।
২০১২ সালের ১৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বিদ্যা বালন ও সিদ্ধার্থ রয় কপূর। তার আগে তিন বছপর দুজনের গভীর সম্পর্ক থাকলেও কেউ জানতে পারেনি সেই সম্পর্কের কথা।
First Published: Tuesday, February 4, 2014, 23:58