Last Updated: Tuesday, February 4, 2014, 23:58
এবার কি তবে মা হতে চলেছেন বিদ্যা বালন? গোপন সূত্রে খবর, মুম্বইয়ের শহরতলির এক মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে নাকি প্রায়ই দেখা যাচ্ছে বিদ্যকে। কখনও কখনও নাকি পুরো পরিবারে সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে। কেন? শোনা যাচ্ছে এর পিছনে নাকি থাকতে পারে সুখবরের আভাস।