Last Updated: November 22, 2012 14:07

প্রথমে পাত্রের নাম, তারপর বিয়ের পোষাক, অবশেষে বিয়ের দিন। এভাবেই আস্তে আস্তে সামনে আসছে বিদ্যার বিয়ের খুঁটিনাটি। এবারে এসে গেল গেস্ট লিস্ট। কে কে নিমন্ত্রিত বিদ্যার বিয়েতে?
ইন্ডাস্ট্রির এক নম্বর হিরোইনের বিয়ে বলে কথা। গেস্ট লিস্টও তাই হতেই হবে হাই প্রোফাইল। বচ্চন পরিবার, মিলান লুথেরা, একতা কপুর, বিশাল ভরদ্বাজ, আর বাল্কি বলিউডের সব বিগ শটরাই আসছেন বিদ্যার বিয়েতে। ১১ তারিখ থেকেই শুরু হয়ে যাবে বিয়ের অনুষ্ঠান। টানা ৪ দিন ধরে চলবে উত্সব পর্ব। পঞ্জাবি সঙ্গীত, ট্রাডিশনাল তামিল মতে বিয়ে ও পাক্কা বলিউডি স্টাইল রিসেপশন। বিদ্যার বিয়ের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে টিনসেল টাউন জুড়ে।
ভারতীয় ট্রাডিশনাল সাজের প্রতি বিদ্যার প্রেম কারও অজানা নয়। ষোলোআনা খাঁটি ভারতীয় মাদ্রাজি সিল্ক আর গা ভর্তি সোনার গয়নায় সেজেই বিয়ে পিঁড়িতে বসবেন বিদ্যা। আর তাঁকে সাজানোর ভার পড়েছে সব্যসাচী মুখার্জির ওপর। তাই এখন দম ফেলার ফুরসত নেই সব্যসাচীর। বিদ্যার অর্ডার দেওয়া ১৮টি শাড়ি কনের হাতে তুলে দিতে হবে পয়লা ডিসেম্বরের মধ্যেই।
আগামী ১৪ ডিসেম্বর ইউটিভি ডিজনির সিইও সিদ্ধার্থ রয় কপুরকে বিয়ে করছেন বিদ্যা।
First Published: Thursday, November 22, 2012, 14:07