Last Updated: Friday, November 16, 2012, 12:00
অ্যাওয়ার্ড ফাংশন, ছবির প্রেমিয়ার, বিয়ে বাড়ি বা যে কোনও অনুষ্ঠান। বিদ্যা বালন মানেই ট্রাডিশনাল শাড়ি। বিয়ের পিঁড়িতে বসতেও যে বিদ্যা শাড়িই পছন্দ করবেন তা বলার অপেক্ষা রাখে না। আর শাড়ির ব্যাপারে সব্যসাচী ছাড়া ভাবতেই পারেন না তিনি। বিয়ের জন্যও সব্যসাচীকে ১৮টা শাড়ি বানানোর অর্ডার দিয়েছেন বিদ্যা।