Last Updated: Wednesday, December 19, 2012, 22:00
বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে মোদী সাম্রাজ্য বহাল থাকছে গুজরাতে। বীরভদ্র সিং ফিরছেন হিমাচল প্রদেশে। কিন্তু `এক্সিট পোল` আসল ফলাফল নয়। টানটান উত্তেজনা, জল্পনা-কল্পনার অবসান এখন রাত পোহানোর অপেক্ষা। কালই স্পষ্ট হয়ে যাবে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ২০১২ গুজরাত নির্বাচনে সম্মুখসমরে এসেছে দুই মহাশক্তি। একদিকে গোটা কংগ্রেস দল, অপরদিকে শুধু একাই মোদী। একইভাবে হিমাচলে লড়াই ভারতীয় জনতা পার্টির সঙ্গে একা বীরভদ্রর। বুথ ফেরত সমীক্ষার নিরিখেও উভয় নির্বাচনী যুদ্ধে নায়ক হবে ব্যক্তি, দল নয়।