Last Updated: Monday, April 2, 2012, 17:50
শনিবারি সরকারবিরোধী জেহাদে ইতি টেনে নিজের `অবস্থান` ব্যাখ্যা করার জন্য প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর `অ্যাপয়েন্টমেন্ট` চেয়েছিলেন তিনি। এদিন এ কে অ্যান্টনির সঙ্গে সাক্ষাত্ করে নিরবে সেই সংঘাতের আবহ প্রশমনের কাজ শুরু করলেন জেনারেল বিজয়কুমার সিং।