Last Updated: January 10, 2012 19:03

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ফিরছে শীত। আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সামগ্রীক আবহাওয়ার পরিস্থিতির উন্নতি ঘটবে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মেঘ কেটে রোদের দেখা মিলবে আগামী চব্বিশ ঘণ্টা পর থেকে। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে আগামী চব্বিশ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে রাতের তাপমাত্রা নামবে এবং স্বাভাবিক হবে দিনের তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের গত কয়েকদিন থেকে চলা হাড়কাঁপানো ঠান্ডা আগামী দিনেও বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
First Published: Tuesday, January 10, 2012, 19:10