Last Updated: Saturday, December 21, 2013, 20:02
বয়স বাড়াটা অনেকটা বিবাহিত দম্পতির মত, প্রথম প্রথম দু`জনের মধ্যে প্রেমের জোয়ার থাকে, যোগাযোগও থাকে মারাত্মক, কিন্তু যতদিন যায় সম্পর্কে মরচে পড়ে, একসঙ্গে থেকেও কমতে থাকে যোগাযোগ। এই যোগাযোগটা যদি কোনওভাবে বজায় রাখা যায়, সম্পর্কের বাঁধনটা কিন্তু ততই মজবুত হয়।