Last Updated: March 27, 2014 23:41

ভারতকে পোলিওমুক্ত ঘোষনা করল ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন। বৃহস্পতিবার WHO-র তরফে দেশকে আনুষ্ঠানিক ভাবে পোলিওমুক্ত ঘোষনা করা হয়। টানা তিন বছর ধরে দেশের একজন শিশুও পোলিওয় আক্রান্ত না হওয়ায় দেশকে সংশাপত্র দিল ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ এ দিন বলেন, "দক্ষিণ-পূর্ব এশিয়ার চতুর্থ অঞ্চল হিসেবে ভারতকে পোলিওমুক্ত ঘোষনা করা হল। আমাদের স্বপ্ন এখন বাস্তব। সত্যিই অবিশ্বাস্য লাগছে। পোলিওমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ।"
ভারত ছাড়াও পোলিওমুক্ত সংশাপত্র পেয়েছে বাংলাদেশ, ভূটান, উত্তর কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালদ্বীপ ও মায়ানমার।
First Published: Thursday, March 27, 2014, 23:41