ডিএ প্রসঙ্গ এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী

ডিএ প্রসঙ্গ এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী

ডিএ প্রসঙ্গ এড়িয়ে গেলেন অর্থমন্ত্রীরাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডি এ কবে পাবেন, তা ফের এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবার বিধানসভায় চলতি আর্থিক বছরের ব্যয়মঞ্জুরির হিসাব পেশ করেন তিনি। কিন্তু কর্মীদের বকেয়া ডি এ দেওয়ার কোনও কথাই নেই ওই হিসাবে।

রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বেতন কমিশনের ঘোষণা এবং প্রায় এক লক্ষ শিক্ষক পদে নিয়োগ খাতেও কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। কর্মীস্বার্থ নিয়ে সরকার নেহাতই উদাসীন বলে সরব হয়েছেন বিরোধীরা।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের সরকারি কর্মীদের ডি এর ফারাক গত কয়েক বছরে লাফিয়ে বেড়েছে। বাড়তে বাড়তে সেই ব্যবধান এখন দাঁড়িয়েছে ৪২ শতাংশ। কবে কর্মীরা বকেয়া ওই টাকা পাবেন, তা নিয়ে এর আগেও নির্দিষ্ট জবাব এড়িয়ে গিয়েছেন অথর্মন্ত্রী।

এদিন ব্যয়মঞ্জুরির হিসাব পেশ করতে গিয়ে তিনি গত তিন বছরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন। রাজস্ব আদায়ে বাম সরকারের তুলনায় অনেক বেশি সাফল্যের দাবি করলেও ব্যয়মঞ্জুরির হিসাবে ডি এ নিয়ে কোনও দিশা না থাকায় কর্মীরা হতাশ। একইভাবে কেন্দ্রীয় সরকার গতবছরই কর্মীদের নয়া বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করলেও এখনও উচ্চবাচ্চ্য করেনি রাজ্য। শিক্ষকদের প্রায় এক লক্ষ শূন্য পদে নিয়োগ নিয়েও সরকার অকারণে টালবাহানা করছে বলে বিরোধীদের অভিযোগ।

First Published: Tuesday, July 8, 2014, 21:01


comments powered by Disqus