কলকাতার তলপেটে রমরমিয়ে চলছে বিশ্বকাপের বেটিংচক্র

কলকাতার তলপেটে রমরমিয়ে চলছে বিশ্বকাপের বেটিংচক্র

কলকাতার তলপেটে রমরমিয়ে চলছে বিশ্বকাপের বেটিংচক্রবিশ্বকাপ ফাইনালের জ্বর এখন সারা বিশ্বে। কোন দেশ বিশ্বজয়ের হাতছানি দেবে। বিতর্কের বাঁধ ভাঙছে জার্মানির শক্তি না আর্জেন্টিনার শিল্প। মার দেল প্লাটার ঢেউ আছড়ে পড়ছে বার্লিন শহরে। তারই মাঝে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে বিশ্বের তাবড় তাবড় বুকিরা। কলকাতাও বাদ নেই এই বেটিংচক্রের জালে।

শহরের বুকে রমরমিয়ে চলছে বেটিংচক্র। কীভাবে চলছে বেটিংচক্র। সর্বভারতীয় ক্ষেত্রে মুম্বইয়ের দর অনুযায়ী কীভাবে টাকা পাচ্ছে বুকিরা। পুলিসের তরফ থেকে জানা যাচ্ছে, এক টাকার জন্য জার্মানির হয়ে বাজি ধরলে মিলবে এক টাকা আশি পয়সা। আর আর্জেন্টিনার হয়ে বাজি ধরলে এক টাকায় মিলবে আড়াই টাকা। এইভাবেই জার্মানি জিতছে ধরে নিয়ে কোটি কোটি টাকার সওদা হচ্ছে কলকাতায়। অন্যদিকে ফাইনালে গোল করছেন মেসি, এই অঙ্কেও বেটিং হচ্ছে কোটি টাকার। মোবাইল, ম্যাসেঞ্জারের বদলে পুলিসের নজরদারি এড়িয়ে ইন্টারনেটের মাধ্যমে ড্রাফ্ট মারফত চলছে লেনদেন।

First Published: Sunday, July 13, 2014, 10:39


comments powered by Disqus