Last Updated: July 15, 2014 12:17

স্কুলের টয়লেটে ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত যাদবপুরের সম্মিলনী বালিকা বিদ্যালয়। ক্ষুব্ধ অভিভাবকরা আজ স্কুলের সামনে প্রতিবাদে সরব হন। স্কুল চত্বরে নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল দুপুরে এক বহিরাগত যুবক স্কুলের পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়ে। একেবারে সোজা শৌচালয়ের ভিতর চলে যায় সে। সপ্তম শ্রেণির এক ছাত্রী টয়লেটে গেলে, তার মুখ চেপে ধরে ওই যুবক। ছাত্রী চিত্কার করতেই পালিয়ে যায় সে। এই ঘটনায় ছাত্রীর পরিবার পাটুলি থানায় অভিযোগ দায়ের করে। আজ সকালে অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান।
শিক্ষামন্ত্রীর খাসতালুকে নজিরবিহীন ঘটনা। সরকারি স্কুলের পাঁচিল টপকে শৌচাগারে লুকিয়ে দুষ্কৃতী। স্কুল চলাকালীন শৌচাগারে ছাত্রীর মুখ চেপে ধরে যৌন নির্যাতন। অত্যাচারে রক্তাক্ত সপ্তম শ্রেণির ছাত্রী। যাদবপুর এলাকার সম্মিলনী বালিকা বিদ্যালয়ের ঘটনা। ঘটনা পুরোপুরি চেপে দেওয়ার কৌশল নেয় পাটুলি থানার পুলিস। পরিবারের তরফে অভিযোগ জানানো হলেও প্রাথমিকভাবে অভিযোগের কথা অস্বীকার পুলিসের। ঘটনার কথা চেপে যায় স্কুল কর্তৃপক্ষও।
First Published: Tuesday, July 15, 2014, 15:55