Last Updated: Tuesday, June 10, 2014, 15:24
চিরাচরিত ডিম, ময়দার কেক, পেস্ট্রি, মাফিনতো অনেক হল এবার জলের কেক খেলে কেমন হয়? হ্যাঁ। ডেসার্টের মেনুতেও তাদের অভিনব আবিষ্কারের ছোঁয়ার স্পর্শ দিল জাপানীরা। দেখতে জিলাটিনের তৈরি জেলি বা ক্রিসটালের মত হলেও আসলে এই ডেসার্ট তৈরি অতি সংবেদনশীল জল দিয়ে।