গাড়িতেও অ্যানড্রয়েডের মজা, গুগলের নয়া প্রযুক্তি অ্যানড্রয়েড অটো এবার আপনার গাড়িকেও স্মার্ট করবে

গাড়িতেও অ্যানড্রয়েডের মজা, গুগলের নয়া প্রযুক্তি অ্যানড্রয়েড অটো সৌজন্যে গাড়িও এবার স্মার্ট

গাড়িতেও অ্যানড্রয়েডের মজা, গুগলের নয়া প্রযুক্তি অ্যানড্রয়েড অটো সৌজন্যে গাড়িও এবার স্মার্ট এবার আপনার গাড়িতেও অ্যানড্রয়েডের ম্যাজিক আনতে চলেছে গুগল। অ্যানড্রয়েড অটো নামের এই প্রযুক্তি এই বছরেই শেষেই বাজারে চলে আসছে।

গাড়িতে অ্যানড্রয়েড প্রযুক্তি থাকলে আপনার গাড়ি চড়ার মজাই চতুর্গুণ বেড়ে যাবে। আপনার অ্যানড্রয়েড ফোনকে গাড়ির সঙ্গে যুক্ত করলেই কেল্লা ফতে। আপনার গাড়ির স্ক্রিনে ফুটে উঠবে অ্যানড্রয়েডের সমস্ত সুবিধা। আপনার ফোন থেকে গান শুনতে পারবেন। ফোন অপরেট না করেই গাড়ি চালাতে চালাতে অনেক সুরক্ষিত ভাবে মেসেজ পড়তে ও পাঠাতে পারবেন। গুগল ম্যাপের সুবিধাও পাবেন এতে। গাড়িতে বসে বসেই শুধু একটা স্ক্রিনেই পেয়ে যাবেন দিক নির্ণয় ও ট্রাফিকের সমস্ত আপডেট। অ্যানড্রয়েড অটো সম্পূর্ণভাবে আপনার কণ্ঠস্বরের নির্দেশ মেনে কাজ করতে স্বক্ষম। ফলে স্টিয়ারিং হুইল থেকে হাত না সরিয়ে আপনার প্রয়োজনীয় কাজের সমাধান হয়ে যাবে।

অ্যাকুরা, ফোর্ড, অডি, শেভরোলে-এর মত বড় বড় গাড়ি কম্পানিগুলি ইতিমধ্যেই তাদের নির্মিত গাড়িতে অ্যানড্রয়েড অটোর সুবিধা আনতে চলেছে।

First Published: Friday, June 27, 2014, 14:49


comments powered by Disqus