ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে মুকুট জয়ের ২০ বছর উদযাপন করলেন সুস্মিতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে মুকুট জয়ের ২০ বছর উদযাপন করলেন সুস্মিতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে মুকুট জয়ের ২০ বছর উদযাপন করলেন সুস্মিতা ভারতের প্রথম মিস ইউনিভার্স তিনি। তাঁর সেই শিরোপা জেতার পর ২০ বছর কেটে গেলেও এখনও দেশবাসীর মনে একদম নতুন সেই স্মৃতি। ২২ মে, ১৯৯৪। এই দিনই বিশ্বসেরার খেতাব উঠেছিল সুস্মিতার মাথায়। সেই খেতাব জয়ের ২০ বছর পালন করতে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে দিনটা কাটানোই বেছে নিলেন সুস্মিতা।

টুইটারে সুস্মিতা লেখেন, "আজ ১০০ জন শিশুর সঙ্গে আমার খেতাব জয়ের ২০ বছর উদযাপন করলাম। সকলেই ক্যান্সার আক্রান্ত এবং জানে কীভাবে জীবন উদযাপন করতে হয়! স্যালুট"। শিশুদের সঙ্গে আমোল গুপ্তের হাওয়া...হাওয়াই দেখেন সুস্মিতা। একটি ছবি পোস্ট করে লিখেছেন, "এই যে আমরা!! আমার শান্তিপূর্ণ যোদ্ধারা ও আমি। হাওয়া হাওয়াই দেখছি ও জীবনশক্তির উদযাপন করছি কোনও ক্যান্সারের ক্ষমতা নেই যেই জীবনীশক্তি কেড়ে নেওয়ার।"



First Published: Saturday, May 24, 2014, 15:07


comments powered by Disqus