Last Updated: July 16, 2014 11:54

বুধবার ভারী বৃষ্টিপাতের পর অমরনাথ যাত্রায় কড়া সতর্কতা জারি করল মৌসম ভবন। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। গতকাল রাত থেকে যোশীমঠে বৃষ্টির কারণে ফুলে উঠেছে অলোকানন্দা।
তবে গতবছরের মতো ভয়াবহ বন্যার কোনও আশঙ্কা নেই বলে জানা গিয়েছে। এর মধ্যেই বৃষ্টির কারণে কেদারনাথের রাস্তায় ধস নামায় ব্যাহত হয়েছে চার ধাম যাত্রা। রুদ্রপ্রয়াগ-গৌরীকুন্ড জাতীয় সড়ক ও সোনপ্রয়াগ-কেদারনাথের রাস্তাতেও ধসের খবর পাওয়া গিয়েছে। মৌসম ভবনের ডিরেক্টরপ বিপি যাদবের রিপোর্ট অনুযায়ী, ছত্তিসগড়ের উত্তরভাগ থেকে নিম্নচাপ উত্তরাখণ্ডের দিকে এগনোর ফলেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তরকাশী, চামোলি, পিথোরাগড়, চম্পাওয়াত. নৈনিতাল, আলমোরা ও উধমসিং নগর জেলায় কড়া সতর্কতা জারি করা হয়েছে।
First Published: Wednesday, July 16, 2014, 11:54