Last Updated: June 24, 2014 09:16

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ষোলয় পৌছল ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল চার-এক গোলে ক্যামেরুনকে হারিয়ে দেয়। এদিন শুরু থেকেই ব্রাজিলের আক্রমনাত্মক ফুটবলে দিশেহারা হয়ে পড়ে আফ্রিকার দলটি। খেলার সতেরো মিনিটেই গুস্তাভোর ক্রস থেকে নেইমারের করা গোলে এগিয়ে যায় ব্রাজিল। যদিও মাত্র নয় মিনিটের ব্যবধানে সমতা ফেরায় ক্যামেরুন।
ছাব্বিশ মিনিটে ম্যাচের ফল এক-এক করেন মাতিপ। গোল খেয়ে খোচা খাওয়া বাঘের মতন আক্রমনের ঝাঁঝ বাড়ায় ব্রাজিল। পয়ত্রিশ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। প্রথমার্ধে দুই-একে এগিয়ে থাকে ব্রাজিল।দ্বিতীয়ার্ধে ব্রাজিল ব্যবধান বাড়ায়। উনপঞ্চাশ মিনিটে ফ্রেড গোল করে দলকে তিন-একে এগিয়ে দেন। চুরাশি মিনিটে ফার্নান্ডিনহো ক্যামেরুনের কফিনে শেষ পেরেকটি পুতে দেন। এই জয়ের ফলে এ গ্রুপে ব্রাজিল ও মেক্সিকোর পয়েন্ট দাড়ায় সাত। কিন্তু গোলের ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নেইমাররা। দ্বিতীয় রাউন্ডে চিলির মুখোমুখি হবে ব্রাজিল।
First Published: Tuesday, June 24, 2014, 09:16