Last Updated: Saturday, March 31, 2012, 18:48
হাইকোর্টের নির্দেশকে কার্যত অমান্য করল রাজ্য সরকারের পরিবহন দফতর। একটি জনস্বার্থ মামলার রায়ে আদালত নির্দেশ দিয়েছিল, নতুন প্রিন্টার-সহ মিটার বসানোর জন্য শনিবারের মধ্যে আবেদন জমা দিতে হবে ট্যক্সির মালিকদের। অন্যথায় ট্যক্সির পারমিট বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু শনিবার বেলা সোওয়া দুটো পর্যন্ত আলিপুর মোটর ভেহিকেলস-এ এই আবেদন জমা নেওয়ার জন্য কাউন্টারই খোলা হয়নি।