তরুণ ব্রিগেডের লড়াই শেষ, উইম্বলডন ফাইনালে মুখোমুখি ফেড এক্সপ্রেস-জোকার

তরুণ ব্রিগেডের লড়াই শেষ, উইম্বলডন ফাইনালে মুখোমুখি ফেড এক্সপ্রেস-জোকার

 তরুণ ব্রিগেডের লড়াই শেষ, উইম্বলডন ফাইনালে মুখোমুখি ফেড এক্সপ্রেস-জোকার শেষ তরুণ ব্রিগেডের যুদ্ধ। উম্বলডনের ফাইনালে সম্মুখ সমরে সেই দুই চির জিনিয়াস। বর্তমান পুরুষদের টেনিসের চার স্তম্ভের দু`জনের অকাল পতনের পরেও শেষ বাজির লড়াইয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নামছেন বাকি দুই। রবিবার সেন্টার কোর্টে মুখোমুখি হচ্ছেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ।

রায়ায়েল নাদাল আর অ্যান্ডি মারের পরাজয়ের পর অনেকে ভবিষ্যত বাণী করেছিলেন টেনিসে বুঝি নতুন যুগের সূচনা হতে চলেছে। শুক্রবারের উষ্ণ আবহাওয়ায় ফেড এক্সপ্রেস আর জোকার প্রমাণ করে দিলেন নতুন প্রজন্মের উত্থানে এখনও বেশ কিছুটা সময় লাগবে। `চারমূর্তির` উপস্থিতিতে সামনের রাস্তাটা বড়ই বন্ধুর।

টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই জকোভিচ এগারো নম্বর বাছাই বুলগেরিয়ার গ্রিগর ডিমিট্রভকে ৬-৪, ৩-৬, ৭-৬, ৭-৬ হারিয়ে পরপর দু`বছর পৌঁছে গেলেন উইম্বলডনের ফাইনালে। অনেক লড়েও শেষ পর্যন্ত জকোভিচের অভিজ্ঞতা আর প্রতিভার কাছে হার মানলেন মাশার ২৩ বছরের প্রেমিক।

অন্যদিকে, সাত বারের উইম্বলন্ডন চ্যাম্পিয়ন রজার ফেডেরার ফাইনালে পৌঁছলেন রাজার মতই। নিজের প্রিয়তম কোর্টে অপ্রতিরোধ্য ফেডেরার কাছে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে মাত্র ১০১ মিনিটে উড়ে গেলেন আর এক তরুণ তুর্কী মিলোস রাওনিক। ৩২-এর ফেডেরার আরও একবার প্রমাণ করলেন গ্রেটদের স্কিলে সাময়িক ক্লান্তি আসে, ঘুণ ধরে না।




First Published: Saturday, July 5, 2014, 12:12


comments powered by Disqus