Last Updated: Friday, August 23, 2013, 21:29
বিনিয়োগ আনতে এ বার মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অক্টোবরের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী আমেরিকা রওনা দিচ্ছেন। মার্কিন মুলুকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মমতা ব্যানার্জি, অমিত মিত্রর সঙ্গে থাকছেন ১০ জন শিল্পপতিও। লস অ্যাঞ্জেলসে ১০ দিনের এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মিশিগানেও যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সাতদিনের আমেরিকা সফর পাখির চোখ হচ্ছে বিনিয়োগ। পুজোর আগেই মার্কন সফর সেরে রাজ্যে ফিরবেন মুখ্যমন্ত্রী।