Last Updated: Tuesday, December 24, 2013, 18:05
একদিকে নারী আন্দোলনের মুখ, অন্যদিকে আন্দোলন। বছর ভর বিশ্বজুড়ে থাকল এটা। নারী আন্দোলনের প্রতীক হিসাবে মালালা ইউসুফজাই স্বীকৃতি পেলেন গোটা বিশ্বে। অন্যদিকে, আন্দোলনের জেরে দিল্লি গণধর্ষণকাণ্ডে দোষীদের শাস্তির প্রক্রিয়ায় গতি পেল, ফাঁসি হল দোষীদের। দেশজুড়ে যেখানেই মহিলাদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, গর্জে উঠছে সাধারণ মানুষ।