Last Updated: Wednesday, May 15, 2013, 21:10
কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পা রাখলেন বলিউডের লেডি খান বিদ্যা বালন। ৬৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম জুরি তিনি। বিদ্যা ছাড়াও জুরি প্যানেলে রয়েছেন নিকোল কিডম্যান, ক্রিস্টোফে ওয়াল্টজ, জাপানিজ পরিচালক নাওমি কাওয়াজে, স্কটিশ পরিচালক লিনে র্যামসে, ফরাসি অভিনেতা-পরিচালক ড্যানিয়েল অটিউল এবং রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুনিগ।