Last Updated: Sunday, June 23, 2013, 20:32
একে তো স্ট্রবেরি, তাতে আবার চিজ। বিকেলে হুট করে একগাদা লোক এসে গেল। বাইরে থেকে খাবার এনে মেইন কোর্সটাতো সামলালেন। শেষপাতে কী দেবেন? ফ্রিজে আগে থেকে বানিয়ে রাখুন এই কেক, ক্রাইসিসে ম্যনেজমেন্ট। আর মাঝ রাতে হঠাৎ মন উড়ু উড়ু হলে একফালি স্ট্রবেরি কেকের জুড়ি মেলা ভার।