Last Updated: Wednesday, October 17, 2012, 17:25
রোনাল্ডো, রুনি, ইনিয়েস্তা। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা তিন ফুটবলার দেশের জার্সিতে আটকে গেলেন। তিনজনেই দলকে জেতাতে পারলেন না। পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন প্রাক বিশ্বকাপের ম্যাচে ড্র করল। এবং তিন দেশেরই প্রতিপক্ষ সেভাবে আহামরি কেউ নয়। বুধবার রাতে পোলান্ডের কাছে ১-১ গোল ড্র কল ইংল্যান্ড। রুনির গোলে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে গেলেও দুর্বল ডিফেন্সের কারণে গোল হজম করে ইংল্যান্ড।