Last Updated: Wednesday, August 28, 2013, 16:50
কৃষ্ণর থেকে বড় প্রেমিক আর কেউ আছে কি? উত্তরটা দিতে এক মুহূর্তও ভাবতে হয় না। এমনিতে নানা ভাষা নানা মতের দেশ হলেও এই একটি ব্যাপারে বোধহয় একমত হবেন সকলেই। সাধে কি আর পূর্বরাগে যোগিনী পারা হয়েছিলেন রাধা? বা কৃষ্ণ প্রেমেই জীবন অতিবাহিত করেছেন মীরা? রবি ঠাকুরের প্রেম-পূজা থিওরির অনেক আগেই কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন প্রেম-পূজার তত্ত্ব। এখানেই মেলে মুক্তি, আবার বাঁধাও পড়ে মানুষ এখানেই।