Last Updated: Monday, June 30, 2014, 11:17
তিন ছেলের খুনে সিবিআই তদন্ত চেয়ে আজ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন জারিনা বিবি। প্রায় প্রতিদিনই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ২০১০ সালের ৪ জুন লাভপুরে সালিশি সভার নাম করে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছিল সিপিআইএম সমর্থক তিন ভাই ধানু, কুটুন ও ওইজুদ্দিন শেখকে।