Last Updated: Friday, April 5, 2013, 22:08
জিএনএলএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা, পাল্টা সভায় সরগরম হয়ে উঠল পাহাড়। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা করে জিএনএলএফ। পাল্টা সভা করে গোর্খাজনমুক্তি মোর্চাও। দু`পক্ষের সভাতেই নেতৃত্বের গলায় ছিল হুঁশিয়ারি। শিমূলবাড়ির সভায় মোর্চা ছেড়ে প্রায় ৬০০ কর্মী জিএনএলএফে যোগ দেন। ফের পাহাড়ে সক্রিয় জিএনএলএফ।