নিখোঁজ ছাত্রী - Latest News on নিখোঁজ ছাত্রী| Breaking News in Bengali on 24ghanta.com
জগদ্দলের নিখোঁজ ছয় ছাত্রী উদ্ধার বিহার থেকে

জগদ্দলের নিখোঁজ ছয় ছাত্রী উদ্ধার বিহার থেকে

Last Updated: Thursday, October 10, 2013, 11:12

উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের নিখোঁজ ছয় ছাত্রী উদ্ধার হল বিহার থেকে। গতকাল রাতে ছাপড়ার একমা স্টেশন থেকে ছাত্রীদের উদ্ধার করে বিহার জিআরপি। আসানসোল স্টেশনে এরাজ্যের জিআরপির হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। এরপর জগদ্দলে নিয়ে আসা হবে তাদের। গতকাল জগদ্দলের সার্কাস ময়দান এলাকা থেকে নিখোঁজ হয় ছজন ছাত্রী।    

বেলঘরিয়ায় নিখোঁজ ছাত্রীর রহস্য মৃত্যু

বেলঘরিয়ায় নিখোঁজ ছাত্রীর রহস্য মৃত্যু

Last Updated: Thursday, August 23, 2012, 17:19

সনাক্ত করা হল হল বেলঘরিয়ার নিখোঁজ ছাত্রী সোহিনী পালের দেহ। বুধবার রাতে নর্থপোর্ট থানায় গিয়ে পোশাক দেখে সোহিনীর দেহ সনাক্ত করেন পরিবারের সদস্যেরা। গত ১৩ অগাস্ট থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার হাওড়ার লঞ্চঘাট থেকে দেহ উদ্ধার হয় সোহিনীর ক্ষতবিক্ষত দেহ।