Last Updated: Thursday, October 10, 2013, 11:12
উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের নিখোঁজ ছয় ছাত্রী উদ্ধার হল বিহার থেকে। গতকাল রাতে ছাপড়ার একমা স্টেশন থেকে ছাত্রীদের উদ্ধার করে বিহার জিআরপি। আসানসোল স্টেশনে এরাজ্যের জিআরপির হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। এরপর জগদ্দলে নিয়ে আসা হবে তাদের। গতকাল জগদ্দলের সার্কাস ময়দান এলাকা থেকে নিখোঁজ হয় ছজন ছাত্রী।