Last Updated: Monday, July 15, 2013, 21:29
রাজ্যে পালাবদলের পর, পরিবর্তনের আঁতুরঘরে প্রথম ভোট। ভোটের আগে যেখানে পা পড়েনি তৃণমূল নেত্রীর। পরিবর্তনের সেই আঁতুড়ঘর এখন তৃণমূলের দুই শীর্ষনেতার লড়াইয়ের সাক্ষী। কেমন হল খেজুরি, নন্দীগ্রামের ভোট? ঘুরে দেখলেন দুই প্রতিনিধি সৌরভ চৌধুরী ও সৌরভ গুহ।