Last Updated: Wednesday, March 13, 2013, 14:46
আজ পার্কস্ট্রিট কাণ্ডে সাক্ষ্য নেওয়া হল অভিযোগকারিণীর। আদালতসূত্রে খবর,
কাল ফের সাক্ষ্য দেবেন তিনি। আইনি প্রক্রিয়া মেনে রুদ্ধদ্বার কক্ষে এই
প্রথম সাক্ষ্য দিলেন পার্কস্ট্রিট কাণ্ডে নির্যাতিতা মহিলা। যাবতীয়
বিতর্কের শেষে আজ বিচারকের সামনে তাঁর বক্তব্য পেশ করেছেন তিনি। তবে এখনও
ফেরার পার্কস্ট্রিটকাণ্ডে মূল অভিযুক্ত।