Last Updated: Sunday, September 29, 2013, 18:26
ভিসা সমস্যা কাটল ইস্টবেঙ্গলের। রবিবার সারাদিন ধরে টেনসন আর উতকন্ঠার পর অবশেষে বিকেলে ভিসা এসে পৌঁছয় অধিনায়ক মেহতাব সহ তিন ফুটবলারের। ভিসা পান দলের ম্যানেজার সহ চার কর্তাও। ভিসা সমস্যা কাটানোর জন্য রবিবার সকাল থেকেই কুয়েতের দলটির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন লাল-হলুদ কর্তারা। বিকেল সাড়ে তিনটের সময় কুয়েতের ক্লাবটির পক্ষ থেকে ফোন করে জানানো হয়,সবার ভিসা হয়ে গেছে।