Last Updated: Sunday, October 6, 2013, 20:40
যদি কোনওদিন আমার সন্তান হয়, তবে সে মেয়ে হবে। এভাবেই মনের ইচ্ছা জানালেন বলিউড ব্যাচেলর সলমন খান। ১০ দিনের সফরে ভারতে এসেছেন মিস ইউনিভার্স অলিভিয়া কালপো। তাঁর সঙ্গে একটি প্রেস কনফারেন্সে সলমন বলেন, "যদি আমার কোনওদিন সন্তান হয়...ইনসাল্লাহ যেন হয়...আমি চাইব যেন মেয়ে হয়।"