Last Updated: Thursday, July 11, 2013, 21:51
খোসলা কা ঘোসলা, শাংহাই, বম্বে টকিজের মত ছবি করে বলিউডে ভিত গড়লেও স্বপ্নপূরণ হচ্ছিল না পরিচালক দিবাকর ব্যানার্জির। স্বপ্নপূরণ করতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের ৩০টা গল্পোই কিনে নিয়েছেন ব্যোমকেশ। এখন বাংলা ছাড়া অন্য ভাষায় ব্যোমকেশ তৈরির একমাত্র অধিকারী তিনিই।