Last Updated: Saturday, June 29, 2013, 18:17
এক জট থেকে বেরিয়ে এবার আরেক জটিলতায় পঞ্চায়েত ভোট। দিনক্ষণ, জেলাবিন্যাস, বাহিনী সংখ্যা-সবকিছু গতকালই ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু রমজান মাসে ভোট নিয়ে ইতিমধ্যে আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। শুরু হয়ে গেছে আন্দোলনের প্রস্তুতিও। রমজান মাসে পঞ্চায়েত ভোট নিয়ে আপত্তি জানিয়েছে জমিয়তে-এ-উলেমা-এ হিন্দ। সংগঠনের নেতা সিদ্দিকুল্লা জানিয়েছেন, এ বিষয়ে তিনি পরামর্শ নিচ্ছেন আইনজীবীদের।