Last Updated: Saturday, March 2, 2013, 22:26
বদলার এল ক্লাসিকোতেও হারতে হল মেসিদের। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটো
এলক্লাসিকোতে হারল বার্সা। বার্নাবিউতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে
দিলেন রোনাল্ডোরা। খেলার ছয় মিনিটে মোরাতার দুরন্ত পাস থেকে রিয়ালকে এগিয়ে
দেন করিম বেনজামা। ১৮ মিনিটে বার্সাকে সমতায় ফেরান লিও মেসি।