Last Updated: Sunday, May 18, 2014, 20:55
বরানগর পুরসভার তৃণমূল পুরপ্রধান ও উপ পুরপ্রধানের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তারই জেরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণশ্বেরের কালাকার পাড়া ও সংলগ্ন এলাকা। আহত দুপক্ষের আটজন, একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে রাফ, এলাকায় বসেছে পুলিস পিকেট।