Last Updated: Sunday, June 2, 2013, 19:56
দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পোড় খাওয়া রাজনৈতিক বনাম সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা কারবারি! সরগরম রাজধানীর রাজনীতি। বরাবরই নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়ে এসেছেন শিলা। হেভিওয়েট এই প্রার্থীর বিরুদ্ধে কেজরিওয়াল কতটা শক্ত লড়াই দিতে পারেন সেটা নিয়ে আপাতত জোর চর্চা চলছে রাজনীতির ওলিগলিতে।