Last Updated: Wednesday, October 23, 2013, 15:54
সাহেব, বিবি অওর গ্যাংস্টারের পর আগামী ছবি বুলেট রাজা নিয়ে তৈরি তিঘমাংশু ধুলিয়া। ছবির বেশির ভাগ অংশই শুটিং হয়েছে কলকাতায়। সোনাক্ষি, সইফ দুজনকেই এই ছবিতে দেখা যাবে আগাগোড়া বাঙালি চরিত্রে। শুধু তাই নয়, ছবিতে দুজনকেই প্রথমবারের জন্য দেখা যাবে বাঙালি বর-কনের সাজে।