Last Updated: Sunday, June 16, 2013, 22:18
নতুন মানসিক স্বাস্থ্য বিল থেকে বাদ দেওয় বাদ দেওয়া হতে পারে ইলেকট্রিক শক ট্রিটমেন্ট। সরকারের তরফে প্রস্তাবিত মানসিক স্বাস্থ্য বিলে বলা হয়েছে, মানসিক সমস্যায় ভোগা রোগীদের নিজেদের চিকিত্সার পদ্ধতি নিজেদেরই বেছে নিতে দেওয়া হোক। সেইসঙ্গেই অ্যানাসথেশিয়া ছাড়া যাতে ইলেকট্রিক শকের মাধ্যমে চিকিত্সা না করা হয় তার প্রস্তাবও রাখা হয়েছে বিলে। গত সপ্তাহেই ইউনিয়ন ক্যাবিনেটে পাস হয়েছে বিল। ভারতের স্বাস্থ্য সচিব কে দাসিরাজু এ দিন একথা জানান। সংসদে বিল পাস হলে কম খরচায় ভাল মানের চিকিত্সার আধিকার পাবেন রোগীরা।