Last Updated: Monday, October 8, 2012, 11:06
গণধর্ষণের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হল এক কিশোরী। এই ঘটনা হরিয়ানার জিন্দ জেলার। এই নিয়ে একমাসে দশ দশটি ধর্ষণের ঘটনা ঘটল হরিয়ানায়। মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা অবশ্য অপরাধীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন। কিন্তু আত্মঘাতী কিশোরী সত্যিই ন্যায়বিচার পাবে কিনা, অপরাধকারীদের সত্যিই শাস্তি হবে কিনা, সে প্রশ্ন থাকছেই।